কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১১:২৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১১:২৮:১৭ অপরাহ্ন

 

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে নিজের প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার (১৯ জানুয়ারি) তিনি এই আবেদন করেন।
 

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আপিল শুনানি শেষে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
 

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সী যে আবেদন করেছিলেন, তা নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। ফলে এনসিপি প্রার্থী হাসনাতের মনোনয়ন বহাল রয়েছে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি তিনি এ সংক্রান্ত আবেদন করেছিলেন।
 

এ অবস্থায় মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপি বিষয়টিও আলোচনায় রয়েছে। তার নাম স্থগিত করে জারি করা একটি রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বিদ্যমান আইন অনুযায়ী, ঋণ খেলাপি থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
 

তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী জানিয়েছেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুত ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করা হয়। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]