খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক যে দুটি সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন, সেই ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, ইসলামী রাজনীতিতে মামুনুল হকের অবদান ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাওলানা মামুনুল হক যে দুটি আসনে প্রার্থী হয়েছেন, সেখানে ইসলামী আন্দোলন তাদের প্রার্থী প্রত্যাহার করবে এবং ওই দুই আসনে তাকে সমর্থন জানাবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটগত নির্বাচনী পথচলার পরিকল্পনা করছে না। তবে যেসব আসনে দলীয় প্রার্থী থাকবে না, সেসব ক্ষেত্রে নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সৎ ও যোগ্য প্রার্থীদের প্রতি সমর্থন দেওয়া হবে।
প্রসঙ্গত, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরীক হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশও এই জোটের সঙ্গে ছিল। তবে আসন সমঝোতায় একমত না হওয়ায় দলটি জোট থেকে সরে এসে ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। বাকি আসনগুলোতে তারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে সমর্থনের কথা জানিয়েছে।