মুদ্রাস্ফীতি কমাতে চাহিদা-জোগান সমন্বয়ের তাগিদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৭:৫০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৭:৫০:৫২ অপরাহ্ন
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পণ্যের চাহিদা ও জোগানের মধ্যে সঠিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার প্রশিক্ষণ হলে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
ড. হাবিবুর রহমান বলেন, মুদ্রাস্ফীতি কমাতে সরকার ও সংশ্লিষ্ট সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে, যাতে বাজারে পণ্যের সরবরাহ এবং জনগণের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় থাকে।
 
সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, দেশে দুর্নীতি বন্ধ থাকলে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে, ব্যাংকিং খাত শক্তিশালী হবে এবং জিডিপি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে। বক্তারা জানান, ইতিমধ্যে দেশের রিজার্ভ ৩১ মিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।
 
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম, পরিচালক (মনিটারি পলিসি) মাহমুদ সালাহউদ্দিন এবং সিলেট শাখার নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]