নোবেল পুরস্কার হস্তান্তরের সুযোগ নেই, অবস্থান স্পষ্ট করল ফাউন্ডেশন

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১০:০১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১০:০১:৫৩ অপরাহ্ন
নোবেল পুরস্কার কোনোভাবেই অন্য কারো কাছে হস্তান্তর বা প্রতীকী অর্থে ভাগ করে নেওয়ার সুযোগ নেই বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে নোবেল ফাউন্ডেশন। রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে উল্লেখ করা হয়, পুরস্কারটি নির্দিষ্টভাবে যার নামে ঘোষণা করা হয়, এর সম্মাননা ও অধিকার কেবল সংশ্লিষ্ট ব্যক্তির জন্যই সংরক্ষিত।
 
নোবেল ফাউন্ডেশন তাদের বিবৃতিতে জানায়, আলফ্রেড নোবেলের উইল বা শেষ ইচ্ছাপত্রে নির্ধারিত কঠোর শর্তাবলি অনুসরণ করেই এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মর্যাদা রক্ষা এবং এর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা ফাউন্ডেশনের অন্যতম প্রধান দায়িত্ব। উইলে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা ‘মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদান রেখেছেন’, কেবল তারাই এই বিরল সম্মানে ভূষিত হবেন।
 
বিবৃতিতে আরও বলা হয়, কোন কর্তৃপক্ষ কোন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করবে, তা আলফ্রেড নোবেলের উইলে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে পুরস্কারের মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের কোনো আইনি বৈধতা নেই। এই নিয়ম কেবল সাধারণ কোনো সিদ্ধান্ত নয়, বরং নোবেল পুরস্কারের শতবর্ষী ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।
 
পুরস্কার হস্তান্তরের বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা বা বিভ্রান্তি এড়াতে ফাউন্ডেশনের পক্ষ থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটির বক্তব্য ও নির্দেশনা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]