পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণ আজ, সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪১:০৬ অপরাহ্ন

হিজরি ১৪৪৭ সনের পবিত্র শবেবরাত কবে পালিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। পবিত্র শাবান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এদিন বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
 

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় (মাগরিবের পর) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
 

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরে অবহিত করতে বলা হয়েছে।
 

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘লাইলাতুল বরাত’ বা শবেবরাত হিসেবে পালন করা হয়। মুসলিমদের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এই মাস শেষ হলেই শুরু হয় পবিত্র মাহে রমজান, যা রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে।
 

ধর্মীয় হিসাব অনুযায়ী, আজ সন্ধ্যায় যদি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
 

অন্যদিকে, যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি) থেকে। সেক্ষেত্রে শবেবরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]