চলতি জানুয়ারিতেই আংশিকভাবে কার্যকর হতে পারে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৮:৩৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৮:৩৮:২৪ অপরাহ্ন
 

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি জানুয়ারি মাস থেকেই আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সীমিত পরিসরে নতুন পে-স্কেল কার্যকর করার সুপারিশ করা হয়েছে, যা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে আগামী ১ জুলাই থেকে।
 

সূত্র জানায়, নতুন বেতন কাঠামোর প্রাথমিক ধাপ বাস্তবায়নের লক্ষ্যে বাজেটেও প্রয়োজনীয় অর্থ সংযোজন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে অতিরিক্ত প্রায় ২২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতাসংক্রান্ত মোট বরাদ্দ দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকায়।
 

সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নীতিগত ও আর্থিক প্রস্তুতি সম্পন্ন রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে করে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন বেতন কাঠামো চূড়ান্ত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সময় ও প্রশাসনিক জটিলতা কমবে।
 

এদিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পে-কমিশনের প্রতিবেদন বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট মহলের ধারণা, চলতি সপ্তাহের মধ্যেই পে-কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]