বিসিবি থেকে অব্যাহতি পাচ্ছেন নাজমুল ইসলাম: ক্রিকেটারদের চাপে বড় সিদ্ধান্ত

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০১:০১:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০১:০১:১১ পূর্বাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ পদ থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানসহ তার অধীনে থাকা সকল দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ক্রিকেটারদের পক্ষ থেকে ওঠা দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতেই বিসিবি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত বিসিবির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বোর্ড সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ক্রিকেট অঙ্গনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং খেলোয়াড়দের অসন্তোষ দূর করতে বোর্ড এই পদক্ষেপ নিয়েছে। মূলত নাজমুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটারদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অসহযোগিতার অভিযোগ ছিল। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং বোর্ডের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফেরাতে এই রদবদল আনা হচ্ছে। বিসিবির পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]