জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১১:৫৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১১:৫৯:২৫ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আসন সমঝোতা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনের জন্য জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। জোটের প্রধান দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাধিক ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সংবাদ সম্মেলনে আসনভিত্তিক এই তালিকা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
 

ঘোষিত তালিকা অনুযায়ী, জোটের শরিক দলগুলোর মধ্যে এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি এবং খেলাফত মজলিস ১০টি আসন পেয়েছে। এছাড়া অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, নেজামে ইসলামি পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) ২টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে এবং সমমনা দলগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখেই এই আসন বণ্টন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
 

উল্লেখ্য যে, মোট ৩০০ আসনের মধ্যে ২৫৩টি ঘোষণা করা হলেও বাকি ৪৭টি আসন বর্তমানে খালি রাখা হয়েছে। এই আসনগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জোট সূত্রে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনের মাঠে জামায়াত ও তাদের মিত্র দলগুলো একটি শক্তিশালী অবস্থান তৈরি করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]