পিএসজির সামনে অসহায় রিয়াল, ক্লাব বিশ্বকাপের ফাইনালে এনরিকের দল

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৯:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৯:০৭ পূর্বাহ্ন

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখিয়েছে পিএসজি।

আগামী রোববার (১৩ জুলাই) ফাইনালে ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে এনরিকের দল।

ম্যাচের মাত্র ছয় মিনিটেই দেম্বেলের পাস থেকে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় পিএসজি। তিন মিনিট পর রুডিগারের ভুলে পাওয়া বল থেকে দেম্বেলে নিজেই করেন দলের দ্বিতীয় গোল। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৪তম মিনিটে আবারও গোল হজম করে রিয়াল, এবার গোলদাতা আবারও রুইজ—পাসটি এসেছিল আশরাফ হাকিমির কাছ থেকে।

প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি, আর তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় রিয়ালের বিদায়।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি রিয়াল। ম্যাচের ৮৭তম মিনিটে গনকালো রামোস গোল করে ব্যবধান ৪-০ করেন। গোল উদযাপনে প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন করে আবেগঘন মুহূর্ত তৈরি করেন তিনি। সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা।

এই ম্যাচে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মুখোমুখি হলেও তেমন প্রভাব ফেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রও ছিলেন নিজের ছায়া হয়ে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]