উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:৫১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:৫১:২৯ পূর্বাহ্ন
দেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানের উচ্চতায় উন্নীত করতে এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষে আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক এই মেগা ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হতে যাওয়া এই সম্মেলনটি চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে যুক্তরাজ্য, মালয়েশিয়া, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
 
তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট আটটি গুরুত্বপূর্ণ সেশনে উচ্চশিক্ষার গুণগত মান, সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে দ্বিতীয় দিনের আলোচনায় গুরুত্ব পাবে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’, ডিজিটাল রূপান্তর এবং স্মার্ট লার্নিং ইকোসিস্টেম। এ ছাড়াও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সম্মেলনে প্রাধান্য পাবে। ১৫ জানুয়ারি সম্মেলনের শেষ দিনে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে উচ্চশিক্ষার একটি ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে সম্মেলনটি সমাপ্ত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]