মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ!

আপলোড সময় : ১২-০১-২০২৬ ১০:৩৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ১০:৩৬:১৪ অপরাহ্ন
মেট্রোরেল যাত্রীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর নিয়ে এলো ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এখন থেকে মেট্রোরেলসহ গণপরিবহনে ব্যবহৃত ‘র‌্যাপিড পাস’ ও ‘এমআরটি পাস’ রিচার্জ করতে আর স্টেশনের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না; স্মার্টফোনের একটি অ্যাপের মাধ্যমেই ঘরে বসে অনলাইেনে রিচার্জ সম্পন্ন করা যাবে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে তেজগাঁওস্থ ডিটিসিএ সভাকক্ষে এই আধুনিক রিচার্জ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতেই এই উদ্যোগ। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এনএফসি (NFC) সুবিধাসম্পন্ন স্মার্টফোনের মাধ্যমে মুহূর্তেই ব্যালেন্স যাচাই এবং রিচার্জ করা যাবে। পেমেন্ট মাধ্যম হিসেবে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড এবং এএমইএক্স কার্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত একবারে রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জ করার পর কার্ডের ব্যালেন্স কার্যকর করতে স্টেশনে থাকা ‘অ্যাড ভ্যালু মেশিন’-এ একবার ট্যাপ করতে হবে।
 
কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, অ্যাপটির মাধ্যমে রিচার্জের ইতিহাস দেখা এবং কার্ড ব্যবস্থাপনার সুবিধা থাকবে। তবে একটি কার্ডে এক সময়ে কেবল একটি ‘পেন্ডিং’ রিচার্জ রাখা যাবে এবং কালো তালিকাভুক্ত কার্ডে এই সুবিধা মিলবে না। যদি কেউ রিচার্জ করার ৭ দিনের মধ্যে তা বাতিল করতে চান, তবে ৫ শতাংশ সেবা চার্জ দিয়ে রিচার্জ বাতিলের আবেদন করতে পারবেন। উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছিল, যার আনুষ্ঠানিক যাত্রা আজ থেকে শুরু হলো।
(সূত্র: বাসস)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]