ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড

আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:৫৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:৫৯:১৫ অপরাহ্ন

ইমান কেবল অন্তরের বিশ্বাসে সীমাবদ্ধ নয়; মানুষের কথা, আচরণ ও চারিত্রিক গুণাবলির মধ্য দিয়েই তার প্রকৃত প্রকাশ ঘটে। ইসলামি শিক্ষায় ইমানদার ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার ভদ্রতা, সরলতা, সততা ও মানবিক আচরণে। বিপরীতে, ধূর্ততা, প্রতারণা ও হীন মানসিকতা মানুষের অন্তরের দুর্বলতা ও নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত বহন করে।
 

ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দেয়, নামাজ-রোজা কিংবা বাহ্যিক ইবাদতই ইমানের একমাত্র মানদণ্ড নয়; বরং উত্তম চরিত্র ও আখলাক ইমানের সৌন্দর্যকে পূর্ণতা দেয়। হাদিসে ইমানদার ও পাপাচারীর চরিত্রগত পার্থক্য অত্যন্ত সংক্ষেপে তুলে ধরা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ইমানদার মানুষ সরল ও ভদ্র হয়, আর পাপাচারী মানুষ ধূর্ত ও হীনচরিত্রের হয়।’ এই বর্ণনায় ইমানদারের সরলতা বোকামির প্রতীক নয়; বরং তা হিংসা, কপটতা ও প্রতারণামুক্ত অন্তরের পরিচায়ক।
 

কুরআন মাজিদেও ইমানদারদের আচরণগত সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে। সুরা আল-ফুরকানে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞদের কটু কথার জবাবে শান্তির ভাষা ব্যবহার করে। এই আয়াত ইমানদারের সহনশীলতা, শালীনতা ও আত্মসংযমের দৃষ্টান্ত তুলে ধরে, যেখানে প্রতিশোধ নয়—বরং ধৈর্য ও ভারসাম্যই মুখ্য।
 

ইসলামি বর্ণনায় ইমান ও উত্তম চরিত্রের সম্পর্ক অবিচ্ছেদ্য। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে উত্তম। অর্থাৎ ইমানের পরিপক্বতা যাচাই হয় মানুষের আচার-ব্যবহার ও নৈতিক অবস্থান দিয়ে, শুধু ইবাদতের পরিমাণ দিয়ে নয়।
 

অন্যদিকে, কপটতা ও ধূর্ততা পাপাচারের লক্ষণ হিসেবে বিবেচিত। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ বিশ্বাসঘাতক ও পাপাচারী ব্যক্তিকে ভালোবাসেন না। বাহ্যিক চতুরতা মানুষকে সাময়িক লাভ দিলেও তা অন্তরকে কলুষিত করে এবং ইমানকে দুর্বল করে দেয়—এমনটাই ইসলামি শিক্ষার সারকথা।
 

রাসুলুল্লাহ (সা.) নিজ জীবনেই উত্তম চরিত্রের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ঘোষণা করেন, তাঁকে প্রেরণ করা হয়েছে মানবজাতির নৈতিক গুণাবলি পরিপূর্ণ করার জন্য। ফলে রাসুল (সা.)–এর অনুসরণ মানেই ভদ্রতা, সরলতা ও নৈতিকতার পথে চলা।
 

সব মিলিয়ে ইসলামি দৃষ্টিভঙ্গিতে ইমান এমন এক আলো, যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং তার আচরণকে শালীন করে তোলে। ইমানদার ব্যক্তি তাই প্রতারণা ও ধূর্ততায় নয়, বরং সততা, মানবিকতা ও উত্তম চরিত্রে শক্তিশালী হয়ে ওঠে। আর এখানেই ইমানদারের প্রকৃত পরিচয় স্পষ্ট হয়ে ওঠে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]