ভোলায় ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৭:১১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৭:১১:০২ অপরাহ্ন

ভোলার তজুমদ্দিন উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে চলমান বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বড় ভাই শাকিল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাকিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের মো. ইউনুস মিস্ত্রির ছেলে। এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে একই গ্রামের নুরনবী মিয়ার ছেলে তামিম হোসেনের বিরুদ্ধে।
 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাকিলের ছোট ভাই রাকিবের কাছে তামিম হোসেনের পাওনা ছিল ৬০০ টাকা। শনিবার বিকেলে ওই টাকা চাইতে গেলে রাকিবের সঙ্গে তামিমের কথা-কাটাকাটি শুরু হয়। বিষয়টি জানতে পেরে শাকিল সেখানে গিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা করেন। তবে তামিম এতে রাজি না হয়ে শাকিলের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন।
 

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তামিম বল খেলার একটি স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলার পর অভিযুক্ত তামিম পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
 

খবর পেয়ে পুলিশ শাকিলকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

এ ঘটনায় নিহতের বাবা রোববার সকালে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওসি আব্দুস সালাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল মাঠে কাজ করছে এবং দ্রুতই জড়িতদের আটক করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]