আবারও সেরা বিজ্ঞানীর স্বীকৃতি পেলেন ড. সাইদুর রহমান

আপলোড সময় : ১১-০১-২০২৬ ১০:১০:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ১০:১৫:৩৫ পূর্বাহ্ন
 

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান আবারও এডিএসআই র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন। তাঁর অসাধারণ গবেষণা, একাডেমিক উৎকর্ষ ও বৈশ্বিক অবদানের স্বীকৃতিতে এই মর্যাদা পেয়েছেন ৩৩,৩৭১ বিজ্ঞানীর মধ্যে।
 

২০২৫ সালেও একই র‍্যাঙ্কিংয়ে বিশ্বে সপ্তম হয়ে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন ড. রহমান, যিনি স্কলারজিপিএস ২০২৫-এ টেকসই জ্বালানি গবেষণায় বিশ্ব প্রথম এবং স্ট্যানফোর্ড-এলসেভিয়ার শীর্ষ ২% বিজ্ঞানী তালিকায় মালয়েশিয়ার এনার্জি গবেষণায় শীর্ষে ছিলেন। গুগল স্কলারে তাঁর এইচ-ইনডেক্স ১৪৫ এবং ৮৬ হাজারের বেশি সাইটেশন রয়েছে; বুয়েট-প্রাক্তন এই ময়মনসিংহের কৃতী সন্তান সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।
 

তিনি ওবাদা পুরস্কারে বিশিষ্ট বিজ্ঞানী, সানওয়ে ইউনিভার্সিটি থেকে উদ্যোক্তা ও শিক্ষাদান পুরস্কার পেয়েছেন এবং নিজ ব্যয়ে ১৫ লাখ মার্কিন ডলারের গবেষণাগার স্থাপন করেছেন জ্বালানি প্রযুক্তি, সৌরশক্তি ও বিশুদ্ধ পানি গবেষণায়। বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি সম্মাননা দিয়েছে এবং তিনি তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে সেমিনার, ইউটিউব ও মেধাবীদের সহায়তায় সক্রিয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]