
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামীকে স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখনো প্রশ্নবিদ্ধ হতে হয়। তিনি বলেন, “আপনারা একসময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপির সঙ্গে ছিলেন। এখন আবার ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন। জাতীয় নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে আনার দাবি করছেন, পিআর পদ্ধতি তুলে নির্বাচনী ষড়যন্ত্র করছেন—এই পথ থেকে সরে আসুন।”
বুধবার পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পিরকে উদ্দেশ করে সালাম আজাদ বলেন, “আপনি বলেছেন, ‘টাকা উঠে পল্টনে, চলে যায় লন্ডনে’—এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আপনি আপনার মুরিদদের সামনে এ কথার জন্য তওবা করুন।”
১৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমারসহ অনেকে।