তারেক রহমানকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি, বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে আলোচনা

আপলোড সময় : ১০-০১-২০২৬ ১০:১৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ১০:১৯:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় তাকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।
 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এসব তথ্য জানান।
 

তিনি জানান, আলোচনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক কীভাবে স্থিতিশীল ও গঠনমূলক রাখা যায়, সে বিষয়ে মতবিনিময় হয়। ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন প্রসঙ্গে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
 

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
 

এদিকে একই দিনে আন্তর্জাতিক পর্যায় থেকে আরও কয়েকজন কূটনৈতিক প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবস। ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এসব বৈঠকে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]