নেত্রকোনায় রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

আপলোড সময় : ১০-০১-২০২৬ ১০:১৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ১০:১৮:০৮ অপরাহ্ন

নেত্রকোনায় রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
 

দুর্ঘটনাটি ঘটে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে, সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে। নিহত দুই যুবক হলেন আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। আকাশ রায় দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তেষ রায়ের ছেলে এবং রাসেল মিয়া শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তারা দুজনই চল্লিশা বাজার এলাকার জীবন বাবুর রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আকাশ ও রাসেলসহ সাত-আটজন যুবক রেললাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। এক পর্যায়ে তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করেন। ঠিক তখনই মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের ধাক্কায় আকাশ ও রাসেল রেললাইনের পাশের দিকে ছিটকে পড়েন।
 

ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। তবে গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ট্রেনে কাটা পড়ে নিহত দুই যুবকের মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]