উত্তরা পশ্চিমে ডিএমপির বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার

আপলোড সময় : ১০-০১-২০২৬ ১০:১৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ১০:১৫:৫৪ অপরাহ্ন

রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

ডিএমপি জানায়, শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
 

পুলিশের তথ্যমতে, গ্রেফতার ব্যক্তিরা হলেন— শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১), মো. সানি (২০), মো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।
 

অভিযান চলাকালে তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ধারালো দা, দুটি হাতুড়ি, দুটি চাকু, পাঁচ পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা, এক পুরিয়া হেরোইন, তিনটি মোবাইল ফোন এবং দুটি পিভিসি ব্যানার জব্দ করা হয়।
 

পুলিশ আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]