ইরানে চলমান গণবিক্ষোভের প্রেক্ষাপটে দেশটি গুরুতর সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করলে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং জনগণ এমন সব শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল। তাঁর মতে, এই বাস্তবতা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার গভীরতা স্পষ্ট করছে।
ইরানি নেতৃত্বের উদ্দেশে কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিক্ষোভ দমনের নামে গুলি চালানো থেকে বিরত থাকা উচিত। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি শক্তি প্রয়োগ শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।
ট্রাম্প আরও বলেন, অতীতের মতো যদি আবারও সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, এর অর্থ ইরানে মার্কিন সেনা পাঠানো নয়। বরং ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোর ওপর কঠোর সামরিক আঘাত হানার বিষয়টি বিবেচনায় থাকবে, যা দেশটির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।