চার খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির তিন দিনের রিমান্ড

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:১৯:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:১৯:৩৫ পূর্বাহ্ন
মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের একটি আদালত। বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ ২০২০ সালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চার খুনের মামলায় এ আদেশ দেন।
 
আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে সকালে কড়া নিরাপত্তায় আতাউল্লাহকে আদালতে হাজির করা হয়। আদেশের পর তাকে আবারও জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী তদন্ত কর্মকর্তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।
 
২০২০ সালের ৬ অক্টোবর কুতুপালং ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
 
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেফতার করে র‌্যাব।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]