শ্রীনগরে যমজ সন্তানকে পানিতে ফেলে হত্যা, আদালতে মায়ের স্বীকারোক্তি

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:১৩:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:১৩:৩৩ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ফেলে সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুকে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা শান্তা বেগম। বুধবার বিকেল ৫টায় মুন্সীগঞ্জ আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ কথা জানান।
 
মর্মান্তিক এই ঘটনা ঘটে সোমবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে। এলাকাবাসী পুকুর থেকে শিশুদের নিথর দেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই রাতেই পুলিশ বাবা সোহাগ মিয়া ও মা শান্তা বেগমকে আটক করে।
 
শিশুদের প্রাণবন্ত হাসিতে মুখর ছিল পরিবার, অথচ সেই পরিবারেরই এক মর্মান্তিক পরিণতি দেখা গেল এ ঘটনায়। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক কামরুল ইসলাম মিয়া।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]