গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:১৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:১৪:৫৫ অপরাহ্ন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুটের গুদামে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। বিকেল সোয়া ৪টার দিকে গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি গুদামে।
 

খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। রাত সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিল।
 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
 

তিনি আরও জানান, গুদামগুলো পরস্পরের কাছাকাছি থাকায় কয়েকটি গুদাম ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]