মিনেসোটায় আইসিই কর্মকর্তার গুলিতে নারী নিহত

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১২:৩৩:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১২:৩৩:৪৮ অপরাহ্ন
 

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন কর্মকর্তা আইসিই-এর গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি নিকোল গুড নামে এক নারী নিহত হয়েছেন, যা ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ 'আত্মরক্ষা' বলে দাবি করছে। বুধবার (৭ জানুয়ারি) ঘটনায় কর্মকর্তারা বলছেন, নারীটি গাড়ি দিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করেছিলেন এবং তাকে 'সহিংস দাঙ্গাবাজ ও পেশাদার উসকানিদাতা' আখ্যা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে ঘটনার দায় ট্রাম্প প্রশাসনের ওপর চাপিয়ে আইসিই কর্মকর্তাদের রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন, যা হোয়াইট হাউস 'দায়িত্বজ্ঞানহীন' বলে সমালোচনা করেছে। হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোম জানান, স্থানীয় ডেমোক্র্যাট নেতারা অপরাধীদের রক্ষা করায় ফেডারেল অভিযান চালাতে হচ্ছে এবং নিহত নারীকে 'দুষ্টু ব্যক্তি' বলে অভিহিত করেছেন।
 

ঘটনার পর মিনিয়াপলিসে বিক্ষোভ শুরু হয়েছে, যেখানে ক্ষুব্ধ বাসিন্দারা আইসিই-এর বিরুদ্ধে স্লোগান দিয়ে গুলির স্থানে মোমবাতি ও ফুলের স্মরণবেদি তৈরি করেছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারী অস্ত্রধারী ফেডারেল সদস্যরা গ্যাস মাস্ক পরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এবং রাজ্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখতে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]