ঢাকার কাফরুলের সেনপাড়া এলাকায় র্যাবের অভিযানে অবৈধ অস্ত্রধারী মাহমুদুর রহমান খান সনি (৪৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে র্যাব-৪-এর গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে সনি পালানোর চেষ্টা করলেও আটক পড়েন এবং তার জিজ্ঞাসাবাদে অপরাধমূলক কার্যকলাপের তথ্য বেরিয়ে আসে। এসব অস্ত্র দিয়ে মিরপুর, কাফরুলসহ আশপাশে খুন, চাঁদাবাজি ও সন্ত্রাস সৃষ্টি করা হতো বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি জানায়, সনির বাসায় তল্লাশিতে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হয় এবং তদন্তে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতকে আইনানুগ ব্যবস্থার জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে, যা রাজধানীতে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের অংশ।
এই ধরনের অভিযান রাজধানীর অপরাধনিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যাতে সন্ত্রাসী ও ভাড়াটে অপরাধীদের নিয়ন্ত্রণ করা যায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।