ঢাকায় আরেক নেতার গুলিবিদ্ধ হত্যা: বসুন্ধরায় সাবেক স্বেচ্ছাসেবক সেক্রেটারি মারা গেছেন

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০১:৪৯:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০১:৪৯:৩১ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আরেকজন নাম আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এই নতুন রক্তপাত রাজপথে উত্তেজনা ছড়িয়েছে।
 

রাত ৮টা ২০ মিনিটের দিকে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ার পর দৌড়ে পালিয়ে যায়। তার পেটে গুলি লাগে এবং প্রাথমিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

আহত আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম নিশ্চিত করেছেন, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় বন্দুকধারীরা দুজনকে গুলি করে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]