ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুর নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে তিনি মারা যান। নিহত সবুরের বাবার নাম আজগর আলী বলে জানা গেছে।
জানা গেছে, গত ৪ই জানুয়ারি অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।
তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে এ সংক্রান্ত তথ্য জানা যায়নি।