সেদিন কাঁটা তারে ঝুলে ছিল ফেলানী, আর আজ ঝুলে আছে বিচার

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৩:১৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৩:১৭:৫০ অপরাহ্ন
আজ ৭ জানুয়ারি। কিশোরী ফেলানী খাতুন হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হলো। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে প্রাণ হারায় ফেলানী। হত্যার পর তার নিথর মরদেহ ভারত–বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকতে দেখা যায়। এই হৃদয়বিদারক দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
এত বড় ও আলোচিত ঘটনার পরও দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও ফেলানী হত্যার বিচার আজও সম্পন্ন হয়নি। এই দীর্ঘসূত্রতা বিশ্বব্যবস্থার ন্যায়বিচারের প্রতি আস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা মনে ফেলানী হত্যাকাণ্ডের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে সীমান্তে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]