মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সেবা ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, এনইআইআর সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র বিটিআরসি নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং ভুয়া বা অননুমোদিত লিংক থেকে দূরে থাকতে হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সংক্রান্ত সেবা গ্রহণের জন্য neir.btrc.gov.bd ওয়েবসাইটই একমাত্র অনুমোদিত প্ল্যাটফর্ম। এ ছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য মোবাইল ব্যবহারকারীদের অনুরোধ জানানো হয়েছে।
বিটিআরসি আরও জানিয়েছে, বিভ্রান্তিকর বা সন্দেহজনক লিংকের মাধ্যমে এনইআইআর সেবা নিতে গিয়ে কোনো ধরনের ফি প্রদান করা উচিত নয়। কারণ, এনইআইআর সংক্রান্ত সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার করা এবং দেশে অবৈধ ও আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে গত ১ জানুয়ারি থেকে দেশে এনইআইআর সিস্টেম চালু করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে শুধুমাত্র নিবন্ধিত ও বৈধ হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ থাকবে, ফলে নকল বা অবৈধ মোবাইল ব্যবহারের প্রবণতা কমবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।