মুগদায় বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৮:২৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৮:২৩:৪২ অপরাহ্ন

রাজধানীর মুগদা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
 

গ্রেফতারকৃতরা হলেন— জুয়েল (৪০), রেজাউল করিম (৩৫), বেলাল হোসেন (২৫), এহসানুল করিম (২৭), শিপন মিয়া (৩০), কায়েস মাহমুদ জয় (২৬), আব্দুল্লাহ বিন আহম্মেদ (২৭), রুবেল আহসান (২৬), মো. সুমন হোসাইন, সালাউদ্দিন (২৭), ইমরান হোসেন হৃদয় (২৬), জুম্মান মিয়া (২৮) ও আরিফ (২৮)।
 

মুগদা থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) মুগদা থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
 

পুলিশ আরও জানায়, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]