কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আবার অস্ত্র হাতে নেবেন। সাবেক গেরিলা যোদ্ধা পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই কথা বলেন, যেখানে তিনি ট্রাম্পের গ্রেফতার বা সামরিক হামলার হুমকিকে প্রত্যাখ্যান করে জনবিক্ষোভ ও অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা তুলে ধরেছেন।
ট্রাম্প পেত্রোকে কোকেন উৎপাদন ও মার্কিন পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত করে 'অসুস্থ ব্যক্তি' আখ্যা দিয়ে কলম্বিয়ায় বিশেষ অভিযানের সম্ভাবনা ইতিবাচক মনে করেছেন। এর জবাবে পেত্রো বলেন, দেশের বড় অংশের সমর্থন তার সঙ্গে রয়েছে এবং মাদক দমনের নামে হামলা চালালে সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানি হবে, যা কয়েক দশকের সংঘাতকে উসকে দেবে।
পেত্রো একসময় এম-১৯ গেরিলা গোষ্ঠীর সদস্য ছিলেন এবং পরে অস্ত্রত্যাগের শপথ নিয়েছিলেন, কিন্তু মাতৃভূমি রক্ষায় সেই শপথ ভাঙতে দ্বিধা করবেন না। অন্যদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে সামরিক হামলার কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন এবং নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দিয়েছেন।