কারফিউ হত্যাকাণ্ডে সালমান ও আনিসুলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল শুনানি

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪১:২৬ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ কারফিউ প্রদত্ত সময়ে হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হককে হাজির করে শুনানি অনুষ্ঠিত হয়েছে। ট্রাইব্যুনাল উভয় অভিযুক্তের বিদেশি আইনজীবী নিয়োগ ও ভয়েস রেকর্ড পরীক্ষা সংক্রান্ত আবেদন খারিজ করেছে।
 

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার পর ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী কারাগারে থাকা দুই অভিযুক্তকে উপস্থিত করা হয়। বিচারিক কার্যক্রম পরিচালনা করেন তিন সদস্যের প্যানেল, যার নেতৃত্বে আছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
 

শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হক তাদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন এবং নিজেদের ভয়েস রেকর্ড পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞের সহায়তা চেয়ে আবেদন জানান। তবে ট্রাইব্যুনাল উভয় আবেদনই গ্রহণ করেনি। সালমানের আইনজীবী আদালতে দাবি করেন, যেদিন কারফিউ প্রদত্ত সময়ে হত্যাকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে, সেদিন তাদের ফোনে কোনো কথোপকথন হয়নি। ট্রাইব্যুনাল এ বিষয়ে জানান, প্রয়োজনীয় পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আবেদনটি নথিভুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 

চেয়ারম্যান বিচারপতি আদালতে বলেন, “মৃত্যু ছাড়া আর কোনো কারণে আইনজীবীদের সময় বাড়ানো হবে না।”
 

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৪ সালের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে কারফিউ দিয়ে রাজধানীর মিরপুর এলাকায় ছাত্র ও সাধারণ জনগণের ওপর হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন করেন। গত ২২ ডিসেম্বর অভিযোগ গঠন ও বিচার শুরুর জন্য আবেদন জানানো হয়।
 

সালমান এফ রহমান ও আনিসুল হককে ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ রয়েছে, যার মধ্যে মিরপুরে ১৫ জন নিহত হওয়ার ঘটনাও অন্তর্ভুক্ত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]