১০ জুলাইয়ের কারিগরি শিক্ষা বোর্ডের সব পরীক্ষা স্থগিত

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১১:৩৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১১:৩৮:৫২ অপরাহ্ন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি/বিএম), ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, লাইভস্টক, ফিসারিজ, ফরেস্ট্রি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
 
স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]