শেরপুরে সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ, প্রকৃতির রূপে মুগ্ধ মানুষ

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০২:৪৭:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০২:৫০:৩৩ পূর্বাহ্ন
বগুড়ার শেরপুরে এখন চোখ জুড়ানো এক প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলছে। দিগন্তজোড়া ফসলের মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছে সরিষার হলুদ ফুল। চারপাশে ভেসে বেড়াচ্ছে ফুলের মিষ্টি সুবাস, যা পুরো এলাকাকে করেছে প্রাণবন্ত ও মনোরম। আগের মৌসুমে সরিষা চাষে কৃষকরা ভালো লাভ পেলেও চলতি বছরে লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত না হলেও তারা এখনও আশাবাদী ভালো ফলনের ব্যাপারে।
জানা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার হলুদ ফুল প্রকৃতিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। ফুলের ঘ্রাণে আকৃষ্ট হয়ে মৌমাছিসহ নানা প্রজাতির পাখির আনাগোনা দেখা গেছে। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ ও ক্যামেরাবন্দি করতে আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন সরিষার মাঠে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]