সরকারি ব্যয়ে কড়াকড়ি: বন্ধ থাকবে গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশ সফর

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১১:৩৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১১:৩৪:১৯ অপরাহ্ন
২০২৫-২৬ অর্থবছরে সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের যানবাহন ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থ আপাতত ব্যয় না করার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ব্যতীত নতুন কোনো আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণ স্থগিত রাখতে বলা হয়েছে।
 
সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ থাকবে, তবে বিশেষ প্রয়োজন বিবেচনায় সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।
 
মঙ্গলবার (৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, পরিচালন বাজেট থেকে সব ধরনের যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে ১০ বছরের অধিক পুরোনো টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের জন্য অর্থ বিভাগের অনুমোদন লাগবে।
 
চলমান নির্মাণকাজ ৫০ শতাংশের বেশি সম্পন্ন হলে বা প্রকল্পের অধিগ্রহণ কার্যক্রম শেষ হলে অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে। একইভাবে, উন্নয়ন বাজেটের আওতায়ও যানবাহন কেনা, ভূমি অধিগ্রহণ ও থোক বরাদ্দে খরচ সীমিত করা হয়েছে।
 
সেমিনার, কর্মশালা, বা বিদেশ সফরের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধুমাত্র বৃত্তি, ফেলোশিপ, বা উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য বিদেশ ভ্রমণ করা যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বৈদেশিক প্রশিক্ষণ অনুমোদন সাপেক্ষে চালু থাকবে।
 
সব ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পূর্ববর্তী পরিপত্র অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]