টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪২:৩৬ অপরাহ্ন
 

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকা বাজারমূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড, তবে এ অভিযানে কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের কর্মকর্তারা বলছেন, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের চলমান কার্যক্রমের অংশ।
 

কোস্টগার্ড সূত্র জানায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির এক পর্যায়ে সেখান থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
 

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, জব্দ করা মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আরও তদন্ত চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]