নওগাঁ জেলা কারাগারে কারা হেফাজতে থাকা আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রশিদ নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে রানীনগর উপজেলার কুজাইল গ্রামে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেফতার করে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয় এবং পরে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফফার জানান, শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আব্দুর রশিদকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।
নওগাঁ জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি অবস্থায় আব্দুর রশিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।