মৌলভীবাজারে ৫ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ২৬

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:০৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:০৬:৩০ অপরাহ্ন

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে দাখিল করা ৩১ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও তথ্য গোপনের কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।
 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির শওকতুল ইসলাম শকু, জামায়াতের সাহেদ আলী, ইসলামী আন্দোলনের আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক এবং স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খাঁন ও মো. ফজলুল হক খান।
 

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও মো. ইলিয়াসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির এম নাসের রহমান, জামায়াতের আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী ও আহমদ বিলাল, এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত।
 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ জিপু ও মুঈদ আশিক চিশতীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ আসনের বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, জামায়াতের এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী, বাসদের মো. আবুল হাসান এবং জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন।
 

এদিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৭ জন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন— বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতের মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ ও মো. শরিফুল ইসলাম।
 

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]