কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু; মিলল গলাকাটা মরদেহ

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:০৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:০৬:৫৭ অপরাহ্ন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ওই ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত মৌলা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, সংঘবদ্ধ চোরচক্রের হয়ে ট্রান্সফরমার সরাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন; তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে রহস্য দানা বেঁধেছে।
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যাবল্লভ এলাকার একটি নির্জন স্থানে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিল একটি চক্র। ট্রান্সফরমারটি খোলার সময় রিপন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। শনিবার সকালে পথচারীরা তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর শীত মৌসুম শুরু হলেই এই অঞ্চলে সেচ পাম্প ও বৈদ্যুতিক সরঞ্জামের চুরির উপদ্রব বেড়ে যায়, যা কৃষকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
​কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়ার মৃত্যু হয়েছে। তবে মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। পুলিশের অনুমান, দুর্ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে বা অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বে তার সহযোগীরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]