খেজুরের রস খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় মানিকগঞ্জ–হেমায়েতপুর আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো—ঢাকার আশুলিয়ার সন্দিপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ আলী (১৫) এবং একই এলাকার জাফর আহমেদের ছেলে মিরাজ হোসেন (১৮)। ইউসুফ আশুলিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং মিরাজ সাভারের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ৮ থেকে ১০ জন কিশোর মোটরসাইকেলযোগে ঢাকার আশুলিয়া থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস খেতে যান। রস খেয়ে বাড়ি ফেরার পথে সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফ ও মিরাজকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, সকালে ঘন কুয়াশার কারণে রাস্তা স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।