খুলনা-সাতক্ষীরা মহাসড়কে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মণ্ডল নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কালিপদ মণ্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মণ্ডলের ছেলে।
আহতরা হলেন— ভ্যানচালক সবুজ মণ্ডল ও সাহিদ গাজী, যাত্রী ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় এবং আয়শা বেগম।
স্থানীয়রা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে চলে যায় এবং গুটুদিয়াগামী দুটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত কালিপদ মণ্ডলকে রক্তক্ষরণ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সচালক পালিয়ে যায়। এ ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।