৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের মৌখিক পরীক্ষায় মোট এক হাজার ৩৬১ জন প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি ও পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং উভয় ক্যাডারের ১৩৩ জন প্রার্থী রয়েছেন।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েব পোর্টালে পাওয়া যাবে।
এর আগে গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে চার হাজার ৪২ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।