বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, সেনাবাহিনীর হাতে আটক ২৬ জন

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৮:৪৮:৩৫ অপরাহ্ন

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে সংঘটিত এই ঘটনায় ভবনের পাশাপাশি বিটিআরসির একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের সামনে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালানো হয়। এ সময় ভবনের বিভিন্ন অংশে ভাঙচুরের ঘটনা ঘটে।
 

আটক ব্যক্তিরা হলেন— সাব্বির, শাহিন, রিফাত, মঈন, অনিক, তারেক, হানিফ, রাব্বি, সোহানুল, দীপক হাজরা, তারেক আজিজ, সাজ্জাদ, শিপন, সিয়াম, ওনেস ইমরান, মনির, হারিস, মতিউর, রাজন শেখ, আবু সাদিক, মামুন, মজিবর, সালাউদ্দিন, রাকিব, আমিনুল ইসলাম ও আহমেদ সবুজ।
 

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বাইরে থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী বিটিআরসি ভবনের সামনে আন্দোলনের নামে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বিটিআরসির একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
 

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রকৃতভাবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এ ঘটনায় বিটিআরসি ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]