চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে দায়িত্ব পালনকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুল আলিম। তিনি উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানান, ওই পুলিশ কর্মকর্তাকে প্রথমবার হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রেফার্ড করা হয়। পরে দ্বিতীয়বার হাসপাতালে আনা হলেও তখন তিনি আর জীবিত ছিলেন না।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বিভাগসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।