সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৬:০১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৬:০১:০৪ অপরাহ্ন
সাভারের শ্যামলাসী কলাতিয়া গ্রামে সরকারি খাস জমি উদ্ধারে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
 
গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।
৯ জুলাই বুধবার দুপুরে সরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদের নোটিশ দিতে গেলে একটি সংঘবদ্ধ দখলদার চক্র অতর্কিতে হামলা চালায়। হামলার সময় ভূমি অফিসের অন্য কর্মকর্তারা পালিয়ে যেতে সক্ষম হলেও জাহাঙ্গীর আলমকে ধরে মাথায় ইট দিয়ে আঘাতসহ বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং জরুরি ভিত্তিতে সিটি স্ক্যানসহ অন্যান্য চিকিৎসা চলছে।ঘটনার পর সাভার উপজেলার প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে।
সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে এখনো কেউ আটক হয়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]