মসজিদে নববীতে আধুনিক 'হিদায়াহ সেন্টার' উদ্বোধন: দর্শনার্থীদের জন্য নতুন দিগন্ত

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:৫১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:৫১:১০ অপরাহ্ন
পবিত্র মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এবং ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে যাত্রা শুরু করল ‘হিদায়াহ সেন্টার’। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মসজিদে নববী চত্বরে এই নতুন দাওয়াহ ও দিকনির্দেশনা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। সৌদি আরবের ভিশন ২০৩০-এর সাথে সংগতি রেখে ধর্মীয় সেবাকে বিশ্বমানের করে গড়ে তোলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, এই কেন্দ্রটি মূলত দর্শনার্থীদের মধ্যে ইসলামি জ্ঞান, মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতে বিশেষায়িত হিসেবে কাজ করবে। এখান থেকে বিভিন্ন ভাষায় দিকনির্দেশনামূলক বই ও প্রকাশনা বিতরণ করা হবে। হিদায়াহ সেন্টারের মূল লক্ষ্য হলো আগত জিয়ারতকারীদের ইবাদত-বন্দেগির পাশাপাশি বৌদ্ধিক ও জ্ঞানগত তৃষ্ণা মেটানো এবং ইসলামের সঠিক মর্মবাণী সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেন, সময়ের পরিক্রমায় ধর্মীয় সেবার মানোন্নয়ন ও আধুনিকায়ন এখন সময়ের দাবি। তিনি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে জানান যে, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় দুই পবিত্র মসজিদের ধর্মীয় বার্তাকে বিশ্বব্যাপী আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেবে। পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে এই কেন্দ্রটি দর্শনার্থীদের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]