নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি: মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০১:২৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০১:২৫:৫১ অপরাহ্ন
রাজধানীর মিরপুরে থার্টি ফার্স্ট নাইটের আতশবাজি থেকে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় ২০২৬ সাল বরণ উদযাপনের সময় বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলাকালীন সব ধরনের আতশবাজি ও উৎসব নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করায় এই জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টা বাজার আগে থেকেই মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির নির্দেশনা তোয়াক্কা না করে আতশবাজি ও ফানুস ওড়ানো শুরু হয়। এরই এক পর্যায়ে মিরপুর-৭ নম্বরের একটি বহুতল ভবনের একাংশে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনের ওপরের দিকে দাউদাউ করে আগুন জ্বলছে এবং আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে।
 
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে ফানুস ওড়ানো, আতশবাজি, ডিজে পার্টি এবং সব ধরনের পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি উচ্চশব্দে হর্ন বাজানো বা জনস্বাস্থ্যের বিঘ্ন ঘটে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই বিধিনিষেধের তোয়াক্কা না করেই এক শ্রেণির মানুষ উন্মাদনায় মেতে উঠলে শেষ পর্যন্ত তা বড় দুর্ঘটনায় রূপ নেয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]