রুশ সীমান্তে ২৮০ কিমি দীর্ঘ ‘প্রতিরক্ষা প্রাচীর’ নির্মাণ সম্পন্ন করল লাটভিয়া

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১২:২৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১২:২৬:২৮ অপরাহ্ন
আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ঠেকাতে রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘ ২৮০ কিলোমিটার সীমান্তজুড়ে প্রতিরক্ষাবেষ্টনী (ফোর্টিফায়েড ফেন্সিং) নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করেছে লাটভিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) লাটভিয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রকল্পের সমাপ্তি ঘোষণা করে। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়ার সম্ভাব্য প্রভাব ও অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রোধে এই সীমানা প্রাচীরকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্জন হিসেবে দেখা হচ্ছে।
 
প্রতিরক্ষা বেড়া নির্মাণের কাজ শেষ হলেও লাটভিয়া সরকার সীমান্ত এলাকায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। নতুন এই পরিকল্পনার আওতায় সীমান্ত রক্ষী বাহিনীর দ্রুত চলাচলের জন্য টহল সড়কগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। যেসব অঞ্চলে ভৌগোলিক কারণে সাধারণ সড়ক নির্মাণ করা অসম্ভব বা যাতায়াত অত্যন্ত কঠিন, সেখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। বিশেষ করে লেক পিটেল সংলগ্ন দুর্গম জলাভূমি এলাকায় চলাচলের জন্য ভাসমান ‘পন্টুন পথ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
 
লাটভিয়া সরকারের দেওয়া তথ্যমতে, এই পন্টুন পথ নির্মাণের মূল কাজ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো সীমান্তে নজরদারি বাড়ানো এবং দ্রুত সময়ের মধ্যে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করা। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বাল্টিক রাষ্ট্রগুলোতে রাশিয়ার পক্ষ থেকে যে ‘হাইব্রিড থ্রেট’ বা কৃত্রিমভাবে তৈরি অভিবাসন সংকটের আশঙ্কা করা হচ্ছিল, তা রুখতেই এই বিশাল প্রাচীর নির্মাণ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই ফোর্টিফায়েড ফেন্সিং শুধু লাটভিয়া নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ব সীমান্তকেও আরও সুরক্ষিত করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]