পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ল্যাভরভের

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের একটি বড় ধরনের ড্রোন হামলার প্রচেষ্টা নসাৎ করে দেওয়ার দাবি করেছে ক্রেমলিন। গত ২৯ ডিসেম্বর দিবাগত রাতে নোভগোরোদ অঞ্চলে অবস্থিত এই বাসভবনে কিয়েভ একযোগে ৯১টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী সবকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এই ঘটনাকে রাশিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে মস্কো।
 
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ বুধবার এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে কিয়েভ সরকারের 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের' চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়েছেন, সরাসরি প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে এই হামলার পর ইউক্রেনের সঙ্গে যেকোনো ধরনের শান্তি আলোচনার পথ ও অবস্থান আমূল পরিবর্তিত হবে। ল্যাভরভ অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, পুতিনের বাসভবনে হামলার বিপরীতে রাশিয়ার পাল্টা আঘাতের সময় এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ইতোমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে। মস্কোর এই কঠোর বার্তা ইউক্রেন যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
বিশ্লেষকদের মতে, সরাসরি প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে এই পরিমাণ ড্রোন মোতায়েন কিয়েভের রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে বিভিন্ন সীমান্ত এলাকায় ড্রোন হামলা হলেও নোভগোরোদ অঞ্চলের মতো স্পর্শকাতর স্থানে ৯১টি ড্রোন প্রেরণ ছিল নজিরবিহীন। রাশিয়া এই হামলার নেপথ্যে পশ্চিমা মদত থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। মস্কোর প্রতিশোধমূলক হামলার হুমকির পর পুরো ইউক্রেন জুড়ে নতুন করে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা এখন চরম পর্যায়ে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]