তেজগাঁও সাতরাস্তায় ভয়াবহ দুর্ঘটনা: ট্রাকচাপায় দৃষ্টিপ্রতিবন্ধী বাবা ও কন্যা নিহত

আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:১৬:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:১৬:৫৫ পূর্বাহ্ন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী এক বাবা ও তার কন্যা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে পরিবারের আরেক শিশু সদস্য। মঙ্গলবার দিবাগত রাতের এই দুর্ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। আহত ছেলে নুর ইসলাম (১৪) বর্তমানে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক তিনটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা এলাকায়।

নিহত রফিকুল ইসলাম দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। তিনি তার দুই সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মগবাজার এলাকা থেকে মহাখালী বাসস্টেশনের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জটিয়াবো গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পথে সাতরাস্তা এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনার পর অটোরিকশার চালকও পালিয়ে যান।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ইসলাম ও তার মেয়ে তানজিলাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা আব্দুর রাকিব জানান, রফিকুল ইসলাম পরিবারসহ মগবাজার ওয়্যারলেস রেলগেইট এলাকায় বসবাস করতেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]