
বর্ষা শুরুর সঙ্গে সঙ্গেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতঘর, দোকানপাটসহ কমপক্ষে ২৬টি স্থাপনা। ভাঙনের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত ৬০০ পরিবার।
ভাঙন শুরুর পর থেকে আজ বুধবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত বাঁধটির ১৩০ মিটার নদীতে বিলীন হয়েছে।
স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভাঙন আতঙ্কে ইতোমধ্যে নদীর পাড় থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছেন অনেকেই। স্থানীয়দের শঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে বিলীন হবে রাস্তাঘাট, হাট-বাজারসহ শতাধিক বসতবাড়ি। ভাঙন আতঙ্কে দিন কাটছে জাজিরার আলম খার কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি ও ওছিম উদ্দিন মুন্সি কান্দি গ্রামের অন্তত ৬০০ পরিবারের। অন্যদিকে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদ্মা পাড়ের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে।